স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহ ব্যাপী তৃণমুল পর্যায় জনগনের দোরগোড়ায় নিরাপদ ও
স্বাস্থ্যসন্মত সেবা পৌছে দেয়ার লক্ষেচিরিরবন্দর উপজেলার খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ -২০১৯ আজ শেষ দিন।
চিরিরবন্দর উপজেলার পাটাইকুড়ী গ্রামে জন্ম গ্রহন করেন তার পিতার নাম মৃত হরমুজ আলী ও মাতার নাম ফরিদা খাতুন। তিনি সম্ভ্রান্ত মুসলীম পরিবার ছেলে, মো: ফরহাদ হোসেনের দুই স্ত্রী নাদিরা ছিদ্দিকা বিয়ের ৫ বছর সংসার করার পর কোন এক অজানা কারনে দুজনের জৈথ তালাক হয়, পরবতীতে মো: ফরহাদ হোসেন ছাবিনা ইয়াসমীন কে বিয়ে করেন প্রথম স্ত্রীর একটি মেয়ে নাম ফাসিয়া ওরফে তুবা, বয়স ৫ বছর, ২য় স্ত্রীর একটি ছেলে নাম তুহিন বয়স ১১ মাস .....Read More
No comments:
Post a Comment