Follow Us @soratemplates

Saturday, 20 April 2019

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ খেড়কাটি সিসির প্রথম দিন।


" স্বাস্থ্য সেবা অধিকার
শেখ হাসিনার অঙ্গিকার।
এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনয়নের খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদযাপন।




প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ১৬ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করবেন। ২০ এপ্রিল এই সেবা সপ্তাহ চলবে।


বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের জনগণের দোরগোড়ায় নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নানমুখী কার্যক্রম নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছে। এ সব কার্যক্রমের বিস্তৃতিসহ সার্বিক সেবা কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করা, স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক ও সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্বুদ্ধ করা প্রয়োজন। বর্তমানে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোসহ স্বাস্থ্যখাতের বিপুল উন্নয়ন হওয়া সত্ত্বেও জাতীয়ভাবে কোনো কর্মসূচি না থাকায় জনগণ এ বিষয়ে বিশদভাবে সুনির্দ্দিষ্ট তথ্য অবহিত হতে পারছে না। 

আরও পড়ুন :  খেড়কাটি সিসির বিভিন্ন দিবস পালন




 খেড়কাটি কমিউনিটি ক্লিনিক কমিউনিটি ক্লিনিকে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে নানা কর্মসুচি গ্রহন করেছে,  কর্মসূচির মধ্যে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান, র‌্যালি,  ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মা সমাবেশ, শিশু স্বাস্থ্য, ফ্রিরি ডায়াবেটিক নির্নয়, রক্তচাপ নির্নয়,  বিশেষ স্বাস্থ্যসেবা,  স্বাস্থ্য বিষয়ক আলোচনা,  কিশোরীদের নিয়ে কিশোরী স্বাস্থ্য বিষয়ক আলোচনাস্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ক আলোচনার আয়োজন করা, ইত্যাদি ।


বাংলাদেশের স্বাস্থ্য সাফল্য;
মুজিবে ভিত্তি, হাসিনায় ব্যাপ্তি

শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ।


.
‘স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার।’ খেড়কাটি সিসিতে আসুন, সেবা নিন সুস্থ্য থাকুন।
.

No comments: