Follow Us @soratemplates

Tuesday 16 April 2019

চিরিরবন্দর উপজেলায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদযাপন।

চিরিরবন্দর উপজেলায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদযাপন।
আজ প্রথম দিন--

... **** চিরিরবন্দর স্বাস্থ্য কমপেলেক্স স্বাগতম ***** হাসপাতালের অবস্থিত রোগী ও রোগীর সাথে আগত সবার জন্য করনীয়---- ১। প্রতিটি রোগীর সাথে ১ জনের বেশি অবস্থান করবেন না। ২। হাসপাতালে অযথা ভীড় করবেন না। ৩। রোগীর বেডে বসবেন না। ৪। রোগীরা বেডে না খেয়ে খাবারঘরে গিয়ে খাবার খাবেন। ৫। যত্রতত্র ময়লা ফেলবেন না,নির্দিষ্ট ময়লার ঝুড়িতে ময়লা ফেলুন। ৬। হাসপাতালের দেয়ালে পানের পিক,চুন ফেলে বা অন্য কোনোভাবে ময়লা করবেন না। ৭। বাথরুম ব্যবহারের পর পর্যাপ্ত পানি ঢালুন। ৮। নিয়মিতভাবে খাবারের আগে,পরে এবং পায়খানা-প্রস্রাব এর পর সাবান দিয়ে হাত ধৌত করুন। ৯। হাসপাতালের চিকিৎসক,নার্স,অন্য কর্মকর্তা -কর্মচারীদের সাথে খারাপ আচরন করবেন না। ১০। হাসপাতালে কর্মরত কোনো কর্মকর্তা -কর্মচারীর আচরনে কষ্ট পেয়ে থাকলে UHFPO,RMO এর কাছে অভিযোগ করুন। সরাসরি চিকিৎসকের পরামর্শ নিতে কল করুন ০১৭৩০৩২৪৬৩৮ নাম্বারে। ..



স্বাস্থ্য সেবা অধিকার
শেখ হাসিনার অঙ্গিকার।
এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে চিরিরবন্দর উপজেলা হাসপাতালে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদযাপন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৬ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করবেন। ২০ এপ্রিল এই সেবা সপ্তাহ শেষ হবে।
 চিরিরবন্দর  উপজেলায় বর্ণিল আয়োজনে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদ্বোধনের সভাপতি ছিলেন চিরিরবন্দর  উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ আজমল হক  মহোদয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  চিরিরবন্দর  উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার মর্তুজা আল মামুন, কনসালটেন্ড ডাঃ স্বন্দীপন রায়, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম রব্বানী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবুর রহমান শাহ, সমাস সেবা অফিসার,উপজেলা শিক্ষা অফিসার, থানা ইনচার্জ, উপজেলা মহিলা ভাইচ চেযারম্যান,  এবং এলাকার গন্য মান্য ব্যক্তি।

উদ্বোধন অনুষ্ঠানে টেলিভিষনের মাধ্যমে সরাসরি মাননীয় প্রধান মন্ত্রিীর ভাষন ও স্বাস্থ্য বিষয়ক প্রমান্যচিত্র দেখানো হয়।

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদযাপনের পর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ আজমল হক রাজাপুরকমিউনিটি ক্লিনিক পরিদর্ষন করেন।
পরিদর্ষন কালে তিনি সিসিতে মা সমাবেশ করেন।


উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ আজমল হক এলাকার লোকদের স্বাস্থ্য সেবা নেয়ার জন্য সিসিতে এবং উপজেলা হাসপাতালে আসতে পরামর্শ দেন।


উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ আজমল হক গর্ভবতী মাদের প্রতিষ্ঠানিক ডেলিভারীর জন্য উপজেলা হাসপাতালে আসতে বলেন।


উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ আজমল হক বলেন বাড়িতে আর কোন ডেলিভারী নয়।


No comments: