Follow Us @soratemplates

Sunday, 21 April 2019

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ খেড়কাটি সিসির পঞ্চম দিন।

April 21, 2019 0 Comments
স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার। 
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহ ব্যাপী তৃণমুল পর্যায় জনগনের দোরগোড়ায় নিরাপদ ও স্বাস্থ্যসন্মত সেবা পৌছে দেয়ার লক্ষে  চিরিরবন্দর উপজেলার খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ -২০১৯ আজ শেষ দিন।



জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহে কিশোরী স্বাস্থ্য নিয়ে কিশোরীদের নিয়ে আলোচনা হয়।


খেড়কাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেমেন্দ্র নাথ রায়
.
আরও পড়ুন :  পুষ্টি সপ্তাহ ২০১৮

.
শহর থেকে সুদুর গ্রামে;
 স্বাস্থ্য এখন সর্বত্র, সবখানে।



কিশোরীর এক অংশ
শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাচায় প্রাণ।


কিশোরীর এক অংশ



বাংলাদেশের স্বাস্থ্য সাফল্য;
মুজিবে ভিত্তি , হাসিনায় ব্যাপ্তি


স্বাস্থ্য সেবা সপ্তাহে খেড়কাটি সিসিতে বিনা মুল্যে ডায়াবেটিকস নির্নয় 
.
আরও পড়ুন :  সিসি ফটো গ্যালারী

.


স্বাস্থ্য সেবা সপ্তাহে খেড়কাটি সিসিতে রক্ত চাপ নির্নয় 



স্বাস্থ্য সেবা সপ্তাহে খেড়কাটি সিসিতে রক্ত চাপ নির্নয় 
.
আরও পড়ুন :  What is CHCP

.

স্বাস্থ্য সেবা সপ্তাহে খেড়কাটি সিসিতে রক্ত চাপ নির্নয় 


.
lang="en bn"> Bootstrap Example

.

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ খেড়কাটি সিসির চতুর্থ দিন।

April 21, 2019 0 Comments
জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে পালন করা হচ্ছে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ-২০১৯ আজ শুক্রবার ৪র্থ দিন।
.
সেবা সপ্তাহের ৪র্থ দিন
.
আজ শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই চিকিৎসা সেবা দেয়া হয়।

Heath Education


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে গেছে। এরই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মত স্বাস্থ্য সেবা সপ্তাহ/২০১৯ শুরু হয়েছে  


সেবা সপ্তাহে শিশু স্বাস্থ্য 

স্বাস্হ্য সেবা সপ্তাহ ২০১৯
"
স্বাস্হ্য সেবা অধিকার
শেখ হাসিনার অঙ্গীকার" এই শ্লোগান কে সামনে রেখে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে রক্তচাপ,ডায়াবেটিস ওজন মাপা হচ্ছে


.

আরও পড়ুন :  সিসি মাসিক সমন্বয় সভা/২০১৮

.


সেবা সপ্তাহে বিনা মুল্যে ডায়াবেটিস নির্ণয় করা হচ্ছে

পোলিও কালাজ্বর ফাইলেরিয়া
গেলরে ভাই দেশ পালাইয়া।


খেড়কাটি সিসিতে বিনামুল্যে ডায়াবেটিকস নির্নয় করা হচ্ছে


লক্ষ লক্ষ ক্ষুদে ডাক্তার
বাংলাদেশের স্বাস্থ্য অহংকার।

খেড়কাটি সিসিতে বিনামুল্যে ডায়াবেটিকস নির্নয় করা হচ্ছে
.
আরও পড়ুন :  মাতৃদুগ্ধ সপ্তাহ

.

স্বাস্থ্য খাতে তথ্য প্রযুক্তির নীরব বিপ্লব;
DHIS2 সফটয়ারে শ্রেষ্ঠ দেশ।
খেড়কাটি সিসিতে বিনামুল্যে রক্তচাপ নির্নয় করা হচ্ছে




প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে গেছে। এরই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মত স্বাস্থ্য সেবা সপ্তাহ/২০১৯ শুরু হয়েছে ।

একটি জাতির সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির সার্বিক উন্নতি ও অগ্রগতি নির্ভর করে জনস্বাস্থ্যের সার্বিক উন্নয়নের উপর। সরকার স্বাস্থ্যমান উন্নয়ন, সংরক্ষণ, সেবার মান বৃদ্ধি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা জোরদারে সরকারের যুগান্তকারী পদক্ষেপের সুফল জনগণ ইতোমধ্যে পেতে শুরু করেছে।



বর্তমানে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানসহ স্বাস্থ্য খাতের বিপুল উন্নয়ন হওয়া সত্ত্বেও জাতীয়ভাবে কোনো কর্মসূচি না থাকায় জনগণ এ বিষয়ে বিশদভাবে সুনির্দ্দিষ্ট তথ্য অবহিত হতে পারছে না।


মো:ফরহাদ হোসেন। সিএইচসিপি, খেড়কাটি সিসি, 01713733083

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ খেড়কাটি সিসির তৃতীয় দিন।

April 21, 2019 0 Comments
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ,২০১৯ ১৬-২০ এপ্রিল২০১৯ ইং উদযাপন উপলক্ষ্যে 

স্বাস্থ্য সেবা অধিকার
শেখ হাসিনার অঙ্গিকার

        এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে চিরিরবন্দর উপজেলার নং ভিয়াইল ইউনয়নের খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদযাপন
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ/২০১৯ আজ ৩য় দিন


তৃতীয় দিনে উপস্থিত ছিলেন এফডাবলুএ , চেয়ারম্যানের প্রতিনিধি ইউনিয়ন সচিব।
মাদের স্বাস্থ্য পুষ্টি নিয়ে আলোচনা
তৃতীয় দিনে সকাল ৮.৩০ ঘটিকা থেকে কার্যক্রম শুরু হয়।
সিসি পরিষ্কার পরিচ্ছন্নতা,  বিশেষ সেবা, এবং সিসির সেবার মান উন্নয়নে সেবা দাতা ও সেবা গ্রহিতার মধ্যে মত বিনিময় করা হয়।

সিএইচসিপি স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক এবং সিসির সেবা সমুহ নিয়ে আলোচনা করেন
স্বপ্ল বাজেটে উন্নত স্বাস্থ্য
বাংলাদেশ বিশ্বের মডেল
চেয়ারম্যানের প্রতিনিধি ইউনিয়ন সচিবের বক্তব্য
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ /২০১৯ উপলক্ষে খেড়কাটি সিসিতে  বিশেষ স্বাস্থ্য সেবার স্থির চিত্র


.
আরও পড়ুন :  খেড়কাটি সিসির বিভিন্ন দিবস পালন

.

বাংলাদেশ স্বাস্থ্যে নানা উদ্ভাবন
সর্বজনীন স্বাস্থ্যে দারুন উদাহারন।

স্বাস্থ্য সেবা সপ্তাহে খেড়কাটি সিসিতে বিনা মুল্যে ডায়াবেটিকস নির্নয় 

শত সহস্র অটিজম পরিবারের দীর্ঘশ্বাস
রাষ্ট্রীয় আনুকুল্যে হচ্ছে নিকাশ

স্বাস্থ্য সেবা সপ্তাহে খেড়কাটি সিসিতে বিনা মুল্যে ডায়াবেটিকস নির্নয় 


বিকাল ৩.০০ ঘটিকার সময় উপজেলার সকল সিএইচসিপিদের নিয়ে 
‘‘স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিক এর অবদান’’
শির্ষক চিরিরবন্দরে হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

উক্ত আলোচনা সভায় সঠিক দিক নির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন-
...........................

ডাঃ মোঃ আজমল হক

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা

চিরিরবন্দর, দিনাজপুর






সিএইচসিপিদের জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ,২০১৯ পালনে সুন্দর গাইড লাইন দেন।

চিরিরবন্দর উপজেলার সকল সিএইচসিপি


স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকারএই প্রতিপাদ্য নিয়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে প্রথমবারের মতো স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হতে যাচ্ছে। 
চিরিরবন্দর হাসপাতালে পালনের কিছু চিত্র 

স্বাস্থ্য সেবা সপ্তাহের ক্যাপ



.

খেড়কাটি সিসি আপনাদের প্রাথমিক স্বাস্থ্য সেবায় নিয়োজিত

খেড়কাটি সিসিতে আসুন, সেবা নিন সুস্থ্য থাকুন

শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ



.

Bootstrap Example